ঢাকা,

২৫ মে ২০২৫


রাতে ঢাকাসহ ১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৭:২৯, ২৫ মে ২০২৫

রাতে ঢাকাসহ ১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

ফাইল ছবি

ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২৫ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এই পূর্বাভাস দেয়া হয়। এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আশঙ্কাকৃত জেলাগুলো হলো- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব বিভাগেই সামনের কিছুদিন বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও।

ইউ

News