ঢাকা,

২১ মে ২০২৫


ছাত্রদলের অবরোধে শাহবাগে যান চলাচল বন্ধ

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:১৯, ২০ মে ২০২৫

আপডেট: ১৬:২০, ২০ মে ২০২৫

ছাত্রদলের অবরোধে শাহবাগে যান চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। এতে করে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে এসে হঠাৎ করেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’— এমন নানা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে শাহবাগ মোড়।

ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, আইইআর শিক্ষার্থী সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের এই কর্মসূচি চলছে।

অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলমান।

ইউ

News