ঢাকা,

২১ মে ২০২৫


সাবেক এম‌পি লায়লা পারভীন‌ সেঁজুতি কারাগারে

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:০৪, ২০ মে ২০২৫

সাবেক এম‌পি লায়লা পারভীন‌ সেঁজুতি কারাগারে

ছবি সংগৃহীত

সাতক্ষীরায় নাশকতা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এর আগে, সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে সংঘটিত একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে নথিভুক্ত করে। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, লায়লা পারভীন সেঁজুতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

News