
ফাইল ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে সেটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে, সেটি পরবর্তীতে জানানো হবে।’
সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি থাকলেও এবার প্রথমবারের মতো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাজেটে অন্তর্ভুক্তির ইঙ্গিত দিলেন অর্থ উপদেষ্টা। এটি বাস্তবায়িত হলে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউ