
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়।
সোমবার (১৯ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহত মো. মাহবুব(২৫) গাজীপুরের জমির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল ঢাকার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল স্লো করলে পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এসময় পিছনের আরেকটি ট্রাক সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনে থাকা ট্রাকের চালক নিহত হয়৷ আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।
টিএইচ