ঢাকা,

২০ মে ২০২৫


সাভারে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি

মোঃ শান্ত খান , সাভার প্রতিনিধি

প্রকাশিত হয়েছে: ২৩:১৩, ১৯ মে ২০২৫

সাভারে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি

ঢাকার সাভারে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে চোরচক্র। 

শনিবার (১৭ মে) সাভারের কাজী মোকমাপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় চুরি হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

ভুক্তভোগী পরিবারের দাবি, স্বর্ণলঙ্কার ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার জিনিস নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সেদিন সকালে ওই পরিবারের সদস্যরা আত্মীয়ের বাসায় ঘুরতে যান। সেই সুযোগে চোরচক্রের সদস্যরা দরজার লক ভেঙে ভেতরে ঢুকে। বাসার আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণ, ১৬ হাজার টাকা ও ওয়ারড্রবে থাকা  মূল্যবান পোশাক নিয়ে যায়। 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

টিএইচ

News