
ছবি সংগৃহীত
পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে চার থেকে পাঁচ বছর। তবে বিদেশে থাকা সম্পদ জব্দ করা সম্ভব হবে এক বছরের মধ্যেই—এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, পাচারকারীদের শনাক্তকরণ ও সম্পদ পুনরুদ্ধারে সরকার আইনি কাঠামোর মধ্যেই কাজ করছে এবং প্রয়োজনে আইনের সংশোধন করা হবে।
গভর্নর আরো বলেন, যেসব লুটের অর্থ ও শেয়ার বিদেশে জব্দ করা হবে, তা ফিরিয়ে এনে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এবং জনহিতকর প্রকল্পে ব্যয় করা হবে। এজন্য একটি বিশেষ ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, অর্থ পাচার রোধ এবং সম্পদ পুনরুদ্ধারের এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশের আইনি কাঠামোর উন্নয়ন উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউ