
ছবি সংগৃহীত
দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা বা একসময় আওয়ামী লীগ করলেও বর্তমানে আওয়ামী লীগের ‘দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার’ মেনে নিতে না পারা ব্যক্তিরা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দলটির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান চলবে। এতে এক কোটির বেশি প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি।
তিনি বলেন, বিএনপি এমন ভদ্র, সৎ ও আদর্শিক মানুষদের আহ্বান জানায়, যারা সমাজের বিভিন্ন পেশায় ছিলেন বা আছেন—শিক্ষক, ব্যাংকার, কৃষক, শ্রমিক কিংবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা—এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেন।
রিজভী আশা প্রকাশ করেন, আওয়ামী লীগের দুঃশাসনের অবসানে অনেকেই বিএনপিতে যোগ দিতে আগ্রহ দেখাবেন।
ইউ