ঢাকা,

০৮ মে ২০২৫


পূর্ণ বিশ্রামে খালেদা জিয়া

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৫:৩০, ৮ মে ২০২৫

পূর্ণ বিশ্রামে খালেদা জিয়া

ফাইল ছবি

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে পূর্ণ বিশ্রামে আছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে বাসায় চিকিৎসকদের রোস্টারভিত্তিক তত্ত্বাবধানে আছেন এবং তিনি শারীরিকভাবে ভালো আছেন। লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুসারে কিছুটা হেঁটে বেড়ানোর পাশাপাশি বাসায় তৈরি খাবার খাচ্ছেন তিনি।

গত ৬ মে দেশে ফেরার সময় বিমানবন্দরে খালেদা জিয়াকে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হতে দেখা যায়। তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শার্মিলা রহমান। খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারক করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ইউ

News