
আসন্ন ঈদুল আজহায় কুরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এর মধ্যে প্রায় ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি পশু উদ্বৃত্ত থাকতে পারে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
রবিবার (৪ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও দেশে কুরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা নির্ধারণ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।’
তিনি জানান, এ বছর কুরবানিযোগ্য পশুর মধ্যে রয়েছে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু ও মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল ও ভেড়া এবং ৫ হাজার ৫১২টি অন্যান্য প্রজাতির গবাদিপশু।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কুরবানির সময় প্রত্যন্ত অঞ্চল থেকে পশুর পরিবহন নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।
ইউ