ঢাকা,

০৪ মে ২০২৫


মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৫:৪১, ৪ মে ২০২৫

মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

ছবি সংগৃহীত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা (রোহিঙ্গা ইস্যু ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়) ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় ‘মানবিক করিডোর’ সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা হয়নি। এ নিয়ে প্রচারিত তথ্যগুলো বিভ্রান্তিকর ও অপপ্রচার বলে তিনি মন্তব্য করেন।

রবিবার (৪ মে) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বিইউপি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, ‘আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটি মানবিক করিডোর নয়, এটি মানবিক চ্যানেল। করিডোরের সংজ্ঞা ভিন্ন।’

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রোহিঙ্গা ইস্যুতে নতুন করে গুরুত্ব আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’

রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। দেশটির সার্বভৌমত্বকে সম্মান করে। মানবিক করিডোরের নামে বাংলাদেশ কোনো প্রক্সি যুদ্ধের অংশ হচ্ছে—এমন ধারণা পুরোপুরি ভুল এবং এটি একটি অপতথ্য।’

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘রোহিঙ্গারা অবশ্যই নিজ দেশে ফিরে যাবে—এটাই আমাদের বিশ্বাস। আমরা মনে করি, তাদের প্রত্যাবাসনের একটি পথ খুঁজে পাবো। এটি সহজ হবে না, কিন্তু আমরা এটি বাস্তবায়ন করব।’

সেমিনারে দেশের সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা, নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন।

ইউ

News