ঢাকা,

০৪ মে ২০২৫


খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রু বদল

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:২৪, ৩ মে ২০২৫

খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রু বদল

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্য থেকে দেশে ফেরার ফ্লাইটের কেবিন ক্রু তালিকা থেকে দুজনকে সরিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সরিয়ে দেয়া দুজন হলেন- আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম।

খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইট আগামী ৫ মে সোমবার হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ওই ফ্লাইটে খালেদা জিয়াসহ তাঁর পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন।

বিমানের প্রশাসন বিভাগ ও গোয়েন্দা সূত্র জানায়, সরানো দুজন কেবিন ক্রুর বিরুদ্ধে নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। বিশেষ করে তারা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি করা হয়। সেই প্রেক্ষিতে গোয়েন্দা প্রতিবেদন হাতে পাওয়ার পর ২ মে শুক্রবার রাতেই তাৎক্ষণিক সিদ্ধান্তে তাদের নাম বাতিল করা হয়।

এর আগে দুপুরে ফ্লাইট সার্ভিস বিভাগ চূড়ান্ত তালিকায় চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার কসমিক ও কামরুল এবং জুনিয়র পার্সার রিফাজের নাম অন্তর্ভুক্ত করেছিল।

নতুন করে বদলি করা হয়েছে ফ্লাইট পার্সার ডিউক ও ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে।

বিমানের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, আল কুবরুন নাহার কসমিক নিয়মিত শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এবং সরকারি সুবিধা ভোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি ১৮ বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন ও একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন।

অন্যদিকে, জুনিয়র পার্সার কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ১৫ আগস্ট, শেখ কামালের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজক ছিলেন বিমানে।

এই ঘটনা ঘিরে বিমানে ও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, ভিআইপি যাত্রীর নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নজিরবিহীন নয়, তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে।

ইউ

News