ঢাকা,

০৪ মে ২০২৫


বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত দেশ: সমাজকল্যাণ উপদেষ্টা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:৩২, ৩ মে ২০২৫

আপডেট: ২০:৩৬, ৩ মে ২০২৫

বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত দেশ: সমাজকল্যাণ উপদেষ্টা

ফাইল ছবি

বাংলাদেশ দরিদ্র দেশ নয়, বরং অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, ‘যে দেশটা আমরা হাতে পেয়েছি, ফেরেশতাও এলেও সেটা কয়েক মাসে ঠিক করতে পারবে না। দেশের অগাধ সম্পদ আছে, তবে সেটাকে কাজে লাগানো এখন বড় চ্যালেঞ্জ।’

শনিবার (৩ মে) রাজধানীতে ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে ‘পিএফএস পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শারমীন মুরশিদ বলেন, ‘জুলাই আন্দোলনে ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছে, ১,৫০০ মানুষ প্রাণ হারিয়েছে। এটাকে কোনোভাবেই মুছে দেয়া যাবে না। আমরা চাই রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার করুক, তারপর আমাদের সঙ্গে মিলে কাজ করুক। এখন একসঙ্গে পথচলার সময়।’

গার্মেন্টস খাতের নীতিগত দুর্বলতার সমালোচনা করে তিনি বলেন, ‘যারা শ্রমিকদের অতিরিক্ত পাঁচ টাকা দিতে চায় না, তারা কীভাবে নদী রক্ষা করবে? আমাদের অর্থনীতি ও রাজনীতিতে ধ্বংসাত্মক নীতি ৫৪ বছর ধরে চলে আসছে।’

তিনি আরো বলেন, ‘এই অন্তর্বর্তী সময়টা সঠিক নীতিমালা তৈরির মোক্ষম সুযোগ। আমরা এখন পলিউটেড অবস্থায় আছি, ভালনারেবল জায়গায় দাঁড়িয়ে আছি। পরিবেশ আন্দোলনকারীদের বলবো—দ্রুত কাজ করুন। সরকারের দরজা সবসময় খোলা।’

শারমীন মুরশিদ দেশের পানি সংকট ও নদী দূষণ প্রসঙ্গে বলেন, ‘আমাদের দেশে এখনো পানিতে আর্সেনিক পাওয়া যাচ্ছে। আমরা এখনো ভূপৃষ্ঠের সুমিষ্ট পানি শোধন করে পান করতে পারছি না। অথচ এই পানি আমাদের বড় সম্পদ। একটা ইন্ডাস্ট্রি এসে সেই পানি ধ্বংস করছে, আর জনগণ কিছুই বলতে পারছে না—এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক।’

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনারা হাত না মেলালে আমরা সামাল দিতে পারব না। চলুন, সবাই মিলে নদী রক্ষা করি, পিএফএস দূষণ থেকে দেশের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি।’

ইউ

News