
কক্সবাজারের টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে নদীপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করা ৭০ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৫টা ৩০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ র্যাব-১৫ ও টেকনাফ ২-বিজিবি কক্সবাজারের সমন্বয়ে একটি চৌকস আভিযানিক দল তাদের উদ্ধার করে।
অভিযান পরিচালনাকালে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড এ্যামুনেশনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-বিজিবি।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।
টিএইচ