
বিশ্বকর্মা পূঁজার দেবতা প্রতিমা দেখতে গিয়ে হিন্দু ধর্মের অনুকরন করে ভক্তি অর্চনা করার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করার ঘটনায় এক মুসলিম যুবক সহ এক হিন্দু যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার কাঠেরপুলস্থ মেট্রো গার্মেন্টস নামক পোষাক তৈরি কারখানায়।
গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রাম জেলার চিলমারি থানার রানীগঞ্জ সরকারি গ্রামের ওবায়দুল হক (৩৩) ও হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার পাহাড়পুর বাজারের সোহেল চন্দ্র সরকার(২৯)। তারা উভয়েই ফতুল্লা কাঠেরপুল রামারবাগস্থ মেট্রোগার্মেন্টস নামের পোষাক তৈরি কারখানার শ্রমিক।
পুলিশ জানায়,বিশ্বকর্মা পূঁজা উপলক্ষ্যে মেট্রোগার্মেন্টেস-এ স্থাপিত বিশ্বকর্মা পূঁজার দেবতা প্রতিমা দেখতে গিয়ে মুসলিম শ্রমিক ওবায়দুল হক হিন্দু ধর্মের অনুকরন করে ভক্তি অর্চনা দেয় -এ সময় তারই সহকর্মী হিন্দু যুবক সোহেল চন্দ্র সরকার মোবাইল ফোনে ভিডিও করে।
মুহুর্তের মধ্যেই ঘটনাটি মেট্রোগার্মেন্টেসে থাকা অন্যান্য মুসলিম শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পরে। এতে কারখানার ভিতরে কর্মরত প্রায় ৩-৪ হাজার মুসলিম শ্রমিক উত্তেজিত হয়ে শ্রমিক ওবায়দুল হক এবং হিন্দু শ্রমিক সোহেল চন্দ্র সরকার কে মারধোর করার জন্য উদ্যোত হয়ে বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি করে।
সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ওবায়দুল হক ও সোহেল চন্দ্র সরকার কে আটক করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা ইচ্ছাকৃত ভাবে মেট্রোগার্মেন্টেসে স্থাপিত বিশ্বকর্মা পূঁজার দেবতা প্রতিমার সামনে ভক্তি অর্চনা দিয়ে মুসলিম শ্রমিকদেরকে বিশংখলা পরিস্থিতি সৃষ্টি করতে উস্কে দেওয়ার চেষ্টা করছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান,অতি উৎসাহী হয়ে তারা এ কাজটি করে ফেসবুকে আপলোড করেছে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে পরে। বড় ধরনের কোন ঘটনা ঘটার পূর্বেই পুলিশ ঘটনাস্থল গিয়ে ঐ দুজনকে গ্রেফতার করে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। তাদরকে ৫৪ ধারায় বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
টিএইচ