ঢাকা,

১২ সেপ্টেম্বর ২০২৫


জামায়াতের প্রতিষ্ঠান থেকে কেনা ব্যালটে নির্বাচন হচ্ছে!

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৪:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতের প্রতিষ্ঠান থেকে কেনা ব্যালটে নির্বাচন হচ্ছে!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে ব্যালট ও ওএমআর মেশিন কিনেছে প্রশাসন। 

তিনি বলেন, জাকসু নির্বাচনের তফসিলের পর থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে আমরা জাকসু নির্বাচনে সম্পূর্ণ প্যানেলের বিজয়ের আশা করছি। ভোটগ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জাকসু নির্বাচনের জামায়াতে ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালট ও ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে। 
 
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এসব কথা বলেন।

এই সময় শেখ সাদী হাসান বলেন, ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোটগণনার কারচুপি করার বিষয়টি জানাজানি হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন ওএমআর মেশিনে ভোট গণনা সিদ্ধান্ত প্রত্যাহার করে। এরপরে ম্যানুয়ালি ভোটগণনার সিদ্ধান্তে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু একই কোম্পানির ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র শিবিরের আলাদা কোম্পানি থেকে ব্যালট পেপার তৈরি করে জয়ী হওয়ার জন্য নীল নকশা করেছে। আমরা নির্বাচন কমিশনকে জানাই এবং আমরা নতুন ব্যালট পেপারে নির্বাচনের দাবি জানাই। এরকম পক্ষপাতমূলক নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। 

এসময় নির্বাচন কমিশনের প্রতি আহ্বান রেখে সাদী বলেন, আমরা আশা রাখছি নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবেন এবং ছাত্র শিবিরের নীল নকশা বাস্তবায়নের অপতৎপরতা চালাবেন না। 

টিএইচ

News