
আবারো উচ্ছেদ আতঙ্কে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হাজারো নারী পুরুষ রাস্তায় নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল থেকে তারা বিভিন্ন প্লেকার্ড বহন করে বিক্ষোভ শুরু করেছে।
সুত্রমতে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়া এলাকাটিতে অন্তত ৭০ হাজার মানুষের বসবাস দীর্ঘ অর্ধশত বছরের কাছাকাছি ধরে।
এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় শুটকি মহাল। হাজার হাজার নারী পুরুষ এই মহালের উপর নির্ভরশীল।
এলাকাটির মানুষের অভিযোগ বিমানবন্দর নির্মাণের অজুহাতে দখল চেষ্টারত এলাকাটিতে একটি চক্র বিলাসবহুল স্থাপনা নির্মাণের নকশা আছে বলে আলোচনা শুনা যাচ্ছে ।
এর আগে ও উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে এক যবক নিহত ও বহু মানুষ হতাহত হয়েছিল ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
টিএইচ