ঢাকা,

০৮ সেপ্টেম্বর ২০২৫


পঞ্চবটিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা পেলেন ১ হাজার ৬৭৪ জন

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২১:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চবটিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা পেলেন ১ হাজার ৬৭৪ জন

শিল্পপতি, শাহ ফতেহুল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা  পরিচালক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের সহায়তায় নারায়ণগঞ্জের এনায়েতনগরের পঞ্চবটিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে  স্বাস্থ্য সেবা পেলেন ১ হাজার ৬৭৪ জন।

দুপুরবেলা তাঁদেরই একজন সাজেদা মাওলা বাজার থেকে লাঠি ভর দিয়ে  হেঁটে এনায়েতনগর ফ্রি মেডিকেল ক্যাম্পে একা  চিকিৎসা সেবা নিতে এসেছিলেন । বয়স সত্তর বছর। নিজের বলতে একমাত্র মেয়ে। বিয়ে দিয়েছেন। মেয়ের সংসারে মায়ের জায়গা নেই। স্বজন বলতেও কেউ নেই। 

ডাক্তার দেখিয়ে ফেরার পথে কথা হলো সাজেদার সাথে। কথা জড়িয়ে আসছিলো। জানালেন স্ট্রোক হয়েছিল। এরপর থেকে শরীর ভালো না।  মাইকিং এ বিনা পয়সায় ডাক্তার দেখানোর কথা শুনে অনেক কষ্টে হেঁটে এসেছেন। ডাক্তার  দেখানোর সামর্থ্য তার নেই। 

শনিবার ( ৬ সেপ্টেম্বর)  নারায়ণগঞ্জের এনায়েতনগরের  পঞ্চবটিতে ইউনাইটেড ক্লাব লিমিটেড প্রাঙ্গণে বিশিষ্ট  শিল্পপতি, শাহ ফতেহুল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা  পরিচালক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

এনায়েতনগর ইউনিয়ন বাসীদের জন্য আফিয়া জালাল ফাউন্ডেশন এবং জাননাহ ওয়েল ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে   ১ হাজার ৬৭৪ জনকে   স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক  এবং ৯ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পযন্ত পযায়ক্রমে ফ্রি  মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

তিন বছরের মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন শীষমহলের মাহমুদা। দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগছেন। বছর খানেক আগে চোখের ডাক্তারও  দেখিয়েছেন তিনি। 
মাহমুদা (১৮) বলেন, স্বামী সিকিউরিটি গাড। বড় ডাক্তার দেখানোর সামর্থ্য নেই। গাইনির ডাক্তার  মেয়েকেও দেখালাম, আমাকেও দেখালাম। ওষুধ লিখে দিয়েছেন। কিন্তু গরিব মানুষ, সব ওষুধ কিনতে পারবো না।

অটোরিকশা চালক মোহাম্মদ আলাউদ্দিন নবীনগর থেকে এসেছিলেন স্ত্রী,  দুই মেয়েকে নিয়ে। টোকেন নিয়ে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন।
তিনি বলেন, আমাদের সবার নাকে পলি পড়েছে। সপরিবারে বাইরে ডাক্তার দেখানোর  ভিজিট অনেক । অটো চালিয়ে যা আয় করি তা দিয়ে একসাথে সবার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না।

ধর্মগঞ্জ থেকে লাঠি ভর দিয়ে বাম পায়ের হাঁটু ব্যথা নিয়ে এসেছেন ৭২ বছরের বজলুর রহমান। দীর্ঘদিন ধরে তিনি হাঁটু ব্যথায় ভুগছেন। 
দশ মাসের মেয়েকে কোলে নিয়ে এসেছেন  মানসুরা। পায়ে চুলকানি সমস্যায় ভুগছেন।  
মানসুরা (২০) জানান, খালি পায়ে হাঁটলে পায়ে চুলকানি হয়৷ পা ফাটে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান কোঅডিনেটর মোহাম্মদ আরাফাত আলম জিতু এই কাযক্রম সম্পর্কে বলেন,  মোহাম্মদ শাহ আলম জনস্বার্থমূলক সেবা কাযক্রম পারিবারিকভাবে  করছেন। 

তিনি যেমন একজন সম্মানিত শিল্পপতি এবং জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে সুপরিচিত, যার চার দশকেরও বেশি সময় ধরে শিল্প, সমাজ ও জাতীয় রাজনীতিতেও তার অবদান রয়েছে।

মোহাম্মদ শাহ আলম টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি খাতের বিভিন্ন শীর্ষস্থানীয় সমিতির পরিচালনা বোর্ডেও আছেন। তাঁর শিল্পনীতি, কর্মসংস্থান ও উদ্ভাবন বিষয়ে অভিজ্ঞতা বাংলাদেশে শিল্প নীতির আলোচনাকে সমৃদ্ধ করেছে এবং নারায়ণগঞ্জসহ দেশজুড়ে হাজারো পরিবারের জীবিকা টিকিয়ে রাখতে সহায়তা করেছে।
রাজনীতি ও ব্যবসার বাইরেও, মোহাম্মদ শাহ আলম আফিয়া জালাল ফাউন্ডেশন এবং আফিয়া জালাল মেডিকেল সেন্টার-এর মাধ্যমে কল্যাণমূলক কর্মকাণ্ডে গভীরভাবে জড়িত। এই প্রতিষ্ঠানগুলো প্রতিদিন হাজারো মানুষকে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, পাশাপাশি বন্যা ত্রাণ, খাদ্য বিতরণ, শিক্ষা কর্মসূচি এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি সহায়তার মতো বৃহৎ মানবিক কার্যক্রম সম্পাদন করেছে।

মোহাম্মদ শাহ আলম আফিয়া জালাল ফাউন্ডেশন এবং আফিয়া জালাল মেডিকেল সেন্টার-এর আর্থিক সহায়তা ও  মোহাম্মদ শাহ আলমের সহায়তায় এই   ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। এবার তৃতীয় বারের মতো ফ্রি  মেডিকেল ক্যাম্প পরিচালিত হলো।

এনায়েত নগর ইউনিয়নের সাবেক সভাপতি আব্বাস আলী বাবুলের মতে, মোহাম্মদ শাহ আলম আগামীতেও বিএনপি থেকে এমপি পদে মনোনীত  প্রার্থী নির্বাচিত হবেন। এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন আমরা আশাবাদী। 

ইউনাইটেড ক্লাব লিমিটেডের সভাপতি মো: তোফাজ্জল হোসেন বলেন, মোহাম্মদ শাহ আলম যে মানবিক ঊদোগ নিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই। সমাজের একজন বিত্তবান হিসেবে  এভাবে গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাস্থসেবা প্রদান,  এমন মহতী উদোগ সত্যি প্রশংসার দাবি রাখে।

টিএইচ

News