ঢাকা,

২৪ জুলাই ২০২৫


বোন নিঝুমের পর ভাই নাফিকেও হারালো পরিবার

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৯:৫৯, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ২০:০০, ২৩ জুলাই ২০২৫

বোন নিঝুমের পর ভাই নাফিকেও হারালো পরিবার

ফাইল ছবি

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হয়ে বোন নাজিয়া তাবাসসুম নিঝুমের (১৩) মৃত্যুর মাত্র এক দিন পর ছোট ভাই আরিয়া নাশরাফ নাফিকেও (৯) হারালো পরিবার।

বুধবার (২৩ জুলাই) নাফিকে তার বোনের পাশেই উত্তরার কামারপাড়া কবরস্থানে দাফন করা হয়।

কী ঘটেছিল?

গত সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হয়ে আগুনে নিঝুম ও নাফির শরীরের ৯০% ও ৯৫% দগ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টায় নিঝুম এবং মঙ্গলবার রাত সাড়ে ১২টায় নাফি মারা যায়।

শোকস্তব্ধ পরিবার

নিহত দুজনের বাবা আশরাফুল ইসলাম নীরব সাবেক সেনা সদস্য। মা তাহমিনা দম্পতির একমাত্র দুই সন্তান ছিল নিঝুম ও নাফি। নিঝুম ষষ্ঠ শ্রেণি ও নাফি তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নাফির চাচা মো. হাসান বলেন, "একসঙ্গে দুই সন্তান হারিয়ে ভাই-বৌ নিঃসন্তান হয়ে গেলেন। নিঝুম-নাফি দুজনই খুব মেধাবী ছিল।"

স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী বলেন, "শোকস্তব্ধ পরিবারকে ভাষায় সান্ত্বনা দেওয়া যায় না। আমরা তাদের সহায়তায় প্রস্তুত।"

এই দুর্ঘটনায় স্কুলের আরও কয়েকজন শিক্ষার্থী ও কর্মী নিহত হয়েছেন। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউ

News