
এবারের এসএসসি পরীক্ষায় জামালপুরের ৬টি বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। এছাড়া জেলার ৩টি স্কুলে একজন করে মোট তিনজন শিক্ষার্থী পাস করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায় , ‘জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, মেলান্দহ উপজেলার কলাবাধা জুনিয়র গার্লস হাইস্কুল, বানিয়াবাড়ী এম.এ মজিদ গার্লস হাইস্কুল, সরিষাবাড়ি উপজেলার চাপারকোনা মনজিলা গার্লস হাইস্কুল, বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ হোসনে আরা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর শাওয়ার চর মডেল জুনিয়র স্কুলের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা খুবই কম ছিল। ফেল করা বেশিরভাগ শিক্ষার্থীই মানবিক বিভাগের।
এছাড়াও এদিকে মাদারগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিলেও মাত্র একজন পাস করেছে। খিলকাটি আইডিয়াল জুনিয়র স্কুল ও ইসলামপুরের সাপধরী উচ্চ বিদ্যালয়ের একজন করে শিক্ষার্থী পাস করেছে।
টিএইচ