
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছেন।
আটককৃতরা ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার(১০ জুলাই) ভোর ৫ টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।
এসময় তিনি আরো জানান, সীমান্তে টহলরত অবস্থায় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের আড়াপাড়া এলাকায় বিএসএফের পুশইন করা ২১ জনকে আটক করে বিজিবি।
আটককৃতদের পরিচয় সনাক্তের পর দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
টিএইচ