
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিতর্কিত এক বক্তব্যে বলেছেন, "শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।" গতকাল (৯ জুলাই) মধ্যরাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন তিনি।
প্রেক্ষাপট
ইসি’র গতকালের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা তালিকাভুক্ত করা হবে না। এ সিদ্ধান্তের পরই সারজিস আলম তাঁর ফেসবুক পোস্টে যুক্তি তুলে ধরে বলেন:
-
"শাপলা জাতীয় প্রতীকের অংশ, যেমন ধানের শীষ, পাটপাতা বা তারকা। শাপলা বাদ দিয়ে অন্য অংশগুলো প্রতীক হলে তা বৈষম্যমূলক।"
-
"জাতীয় ফুল শাপলার প্রতীক নিষিদ্ধ হলে জাতীয় ফল কাঁঠালকে মার্কা হিসেবে ব্যবহারের বৈধতাও প্রশ্নবিদ্ধ।"
ইসির অবস্থান
বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্বাচনি পরিচালনা বিধিমালার তফসিলে শাপলা অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এনসিপি নেতা নাহিদ ইসলামসহ অনেকে এ সিদ্ধান্তকে "গ্রহণযোগ্য নয়" বলে প্রতিক্রিয়া জানিয়েছেন।
রাজনৈতিক প্রভাব
সারজিস আলমের এই বক্তব্য ধান-শীষ প্রতীকধারী আওয়ামী লীগের বিরুদ্ধে ইঙ্গিতবাহী বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে, ইসির সিদ্ধান্তকে কিছু মহল রাজনৈতিক দলগুলোর প্রতি পক্ষপাতদুষ্ট বলেও সমালোচনা করছে।
ইউ