
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, পুশ ব্যাকের নামে নিজেদের নাগরিক এবং রোহিঙ্গাদেরও বাংলাদেশ ঠেলে দিচ্ছে ভারত।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘প্রতিনিয়ত পুশ ব্যাক হচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে বারবার প্রতিবাদ জানানো হচ্ছে। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে তাদের নিয়ম মেনে পাঠানোর জন্য বলা হচ্ছে দেশটিকে। ’
বিজিবি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, ‘প্রতিপক্ষের কাছে কখনো নমনীয়তা প্রকাশ করবে না। প্রয়োজনে জীবন দেবে তবুও দেশের এক ইঞ্চি মাটি ছাড় দেওয়া যাবে না।’
সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী।
টিএইচ