
মিয়ানমারকেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ ২০২০ সালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চার খুনের মামলায় এই আদেশ দেন।
কোর্ট পুলিশের ওসি গোলাম জিলানী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আতাউল্লাহর সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আতাউল্লাহকে আদালতে হাজির করা হয়। আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক সময়ে তাকে রিমান্ডে নেবেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ অক্টোবর কুতুপালং ক্যাম্পে দুই রোহিঙ্গা পক্ষের সংঘর্ষে চারজন নিহত হন। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আতাউল্লাহ এজাহারভুক্ত আসামি। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ রাতে র্যাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনী সহ ছয়জনকে গ্রেফতার করে।
টিএইচ