ঢাকা,

১০ জুলাই ২০২৫


ভারত কখনোই আমাদের মিত্র নয়: নাহিদ ইসলাম

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২২:০০, ৯ জুলাই ২০২৫

ভারত কখনোই আমাদের মিত্র নয়: নাহিদ ইসলাম

জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গুলির নির্দেশদাতা শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশটি কখনোই আমাদের মিত্র নয়।’ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে পদযাত্রায় এই মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির নবম দিনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পদযাত্রা করে দলটি। এতে নাহিদ ইসলাম ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের ওপরে গুলি চালানো হয়েছিল। সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। ভারত কখনোই আমাদের মিত্র নয়। ভারতের সীমান্তরক্ষীরা খুনিতে পরিণত হয়েছে। তারা একের পর এক মানুষ হত্যা করে চলেছে। গতকালও (মঙ্গলবার) চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে একজনের লাশ পাঠিয়েছে বিএসএফ।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। এনসিপি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে।’

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ হয়নি। মুক্তিযুদ্ধের ৫৪ বছরেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা জুলাই ঘোষণাপত্র তৈরি করব।

সেই ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশের ভবিষ্যত রূপরেখা তৈরি হবে। আমরা এ দেশকে এগিয়ে নিতে চাই। আমরা আপনাদের সন্তান। আপনারা আমাদের পাশে থাকবেন।’ 

 

টিএইচ

News