ঢাকা,

১৮ জুলাই ২০২৫


আমরা আবার গোপালগঞ্জ যাব, গ্রামে গ্রামে কর্মসূচি নেব: নাহিদ ইসলাম

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:৩০, ১৭ জুলাই ২০২৫

আমরা আবার গোপালগঞ্জ যাব, গ্রামে গ্রামে কর্মসূচি নেব: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনপিসি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জ সহিংসতার পর নতুন ঘোষণা দিয়ে বলেছেন, "আমরা আবার গোপালগঞ্জ যাব। জীবিত থাকলে প্রতিটি উপজেলা ও গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জ মুজিববাদীদের নয়, বাংলাদেশপন্থীদের হবে।" 

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জ নিয়ে এনপিসির অবস্থান

নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন:

  • গোপালগঞ্জসহ সমগ্র বাংলাদেশকে "মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ" থেকে মুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

  • আওয়ামী লীগকে "সন্ত্রাসী সংগঠন" আখ্যায়িত করে অভিযোগ করেন, গোপালগঞ্জে পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

  • ১৬ জুলাইয়ের শান্তিপূর্ণ পথসভায় সশস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, "নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনেই আমরা স্থান ত্যাগ করি।"

  • ৪ জনের মৃত্যুতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করেন, তবে "সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় শাস্তি" দাবি করেন।

ভবিষ্যৎ কর্মসূচি

  • ফরিদপুরে আগামী পদযাত্রার ঘোষণা দিয়ে বলেন, "গোপালগঞ্জের মতো সারা দেশেই এনপিসির পতাকা উড়বে।"

  • শহীদ বাবু মোল্লা ও রথীন বিশ্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীদের দেব না।"

প্রাসঙ্গিক তথ্য

গতকাল গোপালগঞ্জে এনপিসির সমাবেশে হামলা, অগ্নিসংযোগ ও সংঘর্ষে ৪ জন নিহত হন। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে "দোষীদের ছাড় না দেওয়া" ও তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।

ইউ

News