
৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন, পাচার ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই মেয়ের নামে পৃথক চার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
এক মামলায় তারিক সিদ্দিকের নামে ২৮ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাছাড়া, বাকি তিন মামলায় স্ত্রী ও মেয়ের সঙ্গে আসামি হয়েছেন তারিক সিদ্দিকও। তারিক আহমেদ সিদ্দিক পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় তার স্ত্রী ও দুই মেয়ের নামে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে জানান দুদক মহাপরিচালক।.
আরেক মামলায় তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করায় এ মামলায় তারিক সিদ্দিককেও আসামি করা হয়েছে।
এ ছাড়া, তৃতীয় ও চতুর্থ মামলায় তারিক সিদ্দিকের মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের বিরুদ্ধে যথাক্রমে ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৯২ টাকা ও ৪ কোটি ২ লাখ ৯৭ হাজার ৮৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মেয়েদের নামে অবৈধভাবে সম্পদ অর্জনে সহায়তা করায় এ দুই মামলায়ও তারিক সিদ্দিককেও আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে তারিক সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। এরপর গত ২৮ জানুয়ারি তারিক আহমেদ সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত ২৯ এপ্রিল তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও দুই মেয়ে বুশরা সিদ্দিক ও নুরিন তাসমিয়া সিদ্দিকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ছাড়া, ১৪ মে তাদের ১৩টি ব্যাংক হিসাবের ছয় কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
টিএইচ