ঢাকা,

২৯ মে ২০২৫


মহেশখালী থানার এসআই পরেশ হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার থেকে

প্রকাশিত হয়েছে: ১৭:১০, ২৭ মে ২০২৫

মহেশখালী থানার এসআই পরেশ হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

ছবি: বিজনেস আই

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী এলাকা থেকে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামি নাছির উদ্দীনকে (৪৮) গ্রেফতার করছে মহেশ খালী থানা পুলিশ। 

২৬ মে (সোমবার) দিবাগত গভীর রাতে কাঁঠালতলী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) জব্দ করা হয়। গ্রেফতার নাছির উদ্দীন হোয়ানক কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে।

সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক জানান, নাছিরের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইউ

News