ঢাকা,

১২ সেপ্টেম্বর ২০২৫


দুর্গম পাহাড়ে অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গুলি উদ্ধার

মোহাম্মদ খোরশেদ, কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ২৩:২৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

দুর্গম পাহাড়ে অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গুলি উদ্ধার

দেশের এক মাত্র পাহাড়িদ্বীপ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া, আঁধার ঘোনা ও মিজ্জির পাড়া দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দখলবাজী ও গুপ্ত হত্যা বন্ধ করতে পাহাড়ের সন্ত্রাসীদের আস্তানায় উচ্ছেদে বিশেষ অভিযান করেছে র‌্যাব- ১৫ কক্সবাজার ক্যাম্পের সিইও কামরুল হাসানের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। 

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা অভিযানে অন্তত ৫টি সন্ত্রাসীদের আস্তানার টংঘর গুড়িয়ে দিয়েছেন যৌথ বাহিনী। তবে সুবিশাল গহীন পাহাড় হওয়ায় বড় অভিযানেও ভ্রাম্যমান অক্ষত অস্ত্রের কারখানা পর্যন্ত পৌঁছতে পারেনি অভিযানকারীরা। গ্রেপ্তার করতে পারেনি দ্বীপের দাগী সন্ত্রাসীদের এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসময় ১০টি দৈশিয় তৈরি অস্ত্র ও কার্তুজসহ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

দ্বীপের বাসিন্দারা জানান, পাহাড়ের চারদিকে সাগর বেষ্টিত হওয়ায় একদিকে অভিযান শুরু করলে সন্ত্রাসী ও অস্ত্রের কারিগরা গহীন পাহাড়ের অন্যপ্রান্তে চলে যায়। তাই সহজে সবাইকে গ্রেপ্তার করা সম্ভাব হয়না।  তাই পুরো পাহাড়ে ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অভিযান করলে সন্ত্রাসীদের আটকের পাশাপাশি দ্বীপের অস্ত্রের কারখানা স্বমুলে নিমূল হবে।

অভিযানে ২ শতাধিক র‌্যাব-ছাড়াও পুলিশ সদস্য অংশ নিয়েছে। জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দীকির বড় ভাই মিজানুর রহমান মাতাব্বর অভিযান পরিস্থিতির বিবরণ দিয়ে জানান, আমার ছোট ভাই শহীদ তানভীর ছিদ্দিকী ও চাচা তোফায়েল হত্যার দুর্ধষ আসামীরা গডফাদার তারেক, নোমান, লম্বা তারেক, কালাবদার নেতৃত্বে ফকিরজুম পাড়া পাহাড়, নোনাছড়ি গোদার পাড়া ও আধাঁর ঘোনা দুর্গম পাহাড়ে অবস্থান নিয়ে সেখানে  টংঘর তৈরি করে অস্ত্রের কারখানা গড়ে তুলেছিল। দ্বীপজুড়ে বেশ চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে।

তবে র‌্যাবের এ দুঃসাহসিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন দ্বীপের সাধারণ মানুষ। 

কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক (সিইও) মোহাম্মদ কামরুল হাসান অস্ত্র উদ্ধারের পাশাপাশিসন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দিয়েছে বলে জানিয়ে জানান, যতক্ষণ পর্যন্ত চিহ্নিত ডাকাত শীর্ষ  সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবেনা ততদিন পর্যন্ত পাহাড়ে চিরুনি অভিযান অব্যাহত থাকবে।৷

টিএইচ

News