ঢাকা,

০৪ জুলাই ২০২৫


উখিয়ায় খুন-ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ ডাকাত আটক

খোরশেদ হেলালী, কক্সবাজার (রামু) থেকে

প্রকাশিত হয়েছে: ১৮:২৪, ৩ জুলাই ২০২৫

উখিয়ায় খুন-ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ ডাকাত আটক

ছবি: বিজনেস আই

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে নুরুল আমিন হত্যা ও ডাকাতির ঘটনায় মূলহোতা আহমদ শরিফ ও তার সহযোগী রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। 

২ জুলাই (বুধবার) দিবাগত রাতে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড খালি কার্তুজ।

র‌্যাব-১৫ জানিয়েছে, গেল ২৩ জুন রাতে কুখ্যাত ডাকাত আহমদ শরিফের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল উখিয়ার নিদানিয়ায় নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে হামলা চালায়। 

ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ৯৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করে। ডাকাত শরিফকে চিনে ফেলায় নুরুল আমিনকে বগলে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে আহমদ শরিফসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন। 

র‌্যাব সুত্রে জানা যায়  গ্রেফতারকৃতদের মধ্যে আহমদ শরিফ পূর্বেও ভিকটিমের পরিবারের সঙ্গে বিরোধে জড়িত ছিল। ঘটনায় জড়িত অন্য ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ইউ

News