
টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে এসে আব্দুল মুমিন ( ৩৫) নামের এক ব্যাক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা। নিহতের লাশ বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) দুপুরে পুলিশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ভোরে হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানায়,উপজেলার হলুদিয়া গ্রামে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটে আসতেছিল।বুধবার রাতে মুমিনসহ আরো ২ জন ব্যক্তি ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তাদের চলাফেরায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়।যে কারণে স্থানীয় লোকজন তাদেরকে নজরদারিতে রাখে। এক পর্যায়ে মুমিন হলুদিয়া গ্রামের জসীম উদ্দিনের ছেলে দুদু মিয়ার একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। দুখু মিয়ার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে মুমিন হাতেনাতে ধরা পড়ে। ঘটনাস্থলে উত্তেজিত স্থানীয় লোকজন সেখানেই তাকে গণপিটুনি দেয়। এ সময় মুমিনের সাথে থাকা অপর দুই ব্যাক্তি মোটরসাইকেলযোগে কৌশলে পালিয়ে যায়। স্থানীয়দের গণপিটুনির শিকার গুরুতর আহত অবস্থায় মুমিন ঘটনাস্থলে পড়ে থাকলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
টিএইচ