ঢাকা,

২৫ মে ২০২৫


বলিউডের জনপ্রিয় অভিনেতার মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১২:৫৮, ২৪ মে ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতার মৃত্যু

সংগৃহীত ছবি

বলিউডের আকাশ থেকে আরেকটি তারার পতন। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। গতকাল (২৩ মে) মৃত্যু এই অভিনেতার। আজ অভিনেতার মৃত্যুর বিষয়টি প্রকাশ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব। ভর্তি ছিলেন আইসিইউতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। 

‘সান অফ সারদার’ সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন।

তিনি শোকপ্রকাশ করে বলেন, ‘মুকুলকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না— এটা খুব কষ্টের। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিল। সে বাড়ি থেকে বের হতো না, বা কারো সঙ্গে দেখা করত না। শেষ কয়দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

তার ভাই ও যারা তাকে ভালোবাসতেন, তাদের প্রতি আমার সমবেদনা। মুকুল এক অসাধারণ মানুষ ছিলেন। আমরা সবাই তাকে ভীষণ মিস করব।’

মুকুলের বন্ধু এবং অভিনেত্রী দীপশিখা নাগপালও তাঁর সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানান। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, ‘মুকুল কখনোই নিজের অসুস্থতা নিয়ে কারো সঙ্গে কিছু বলত না।

আমাদের একটা বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে আমরা প্রায়ই কথা বলতাম। সকালে ঘুম থেকে উঠে ওর মৃত্যুর খবর পাই। তখন থেকেই ওর নম্বরে বারবার ফোন করছি, ভাবছি যদি ধরেই ফেলে!’

১৯৯৬ সালে ‘দাস্তাক’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন মুকুল। মুকেশ ভাটের প্রযোজনায় সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে অভিনয় করেন। ক্যারিয়ারে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘সান অফ সারদার’, ‘ডন’সহ অনেক হিট সিনেমায় কাজ করেছেন। অভিনয় করেছেন তেলুগু, কন্নড় ও পাঞ্জাবি সিনেমায়ও। তিনি ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই।

News