ঢাকা,

২০ আগস্ট ২০২৫


নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১১:০৬, ১৩ আগস্ট ২০২৫

নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট

মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট তাঁর নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর ঘোষণা করেছেন। এটি হতে যাচ্ছে তাঁর দ্বাদশ স্টুডিও অ্যালবাম। বরাবরই সুইফট তাঁর অ্যালবাম মুক্তির আগে ভক্তদের জন্য রহস্যময় ইঙ্গিত ও সূত্র দিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

অ্যালবামটি ঘোষণার জন্য সুইফটের মার্কেটিং টিম গায়িকার ১২টি ছবি সম্বলিত একটি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরই ভক্তদের জল্পনা-কল্পনা শুরু। তবে অ্যালবামের পূর্ণ ঘোষণা আসে গায়িকার প্রেমিক ট্রাভিস কেলসের পডকাস্ট শোর ট্রেলারে, সেখানে হাজির স্বয়ং সুইফটও। সেখানে দেখানো হয় অ্যালবামের নাম—‘দ্য লাইফ অব আ শোগার্ল’।

এরই মধ্যে সুইফটের ওয়েবসাইটে শুরু হয়েছে অ্যালবামের প্রি-অর্ডার। যারা প্রি-অর্ডার করবেন, তাঁদের হাতে অ্যালবামটি পৌঁছে যাবে ১৩ অক্টোবরের আগেই। তবে বাজারে কবে আসবে সেই তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

গত বছর আসে সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’, যা স্পটিফাইয়ে একদিনে রেকর্ডসংখ্যক ৩০০ মিলিয়ন স্ট্রিম এবং পাঁচ দিনে ১ বিলিয়ন স্ট্রিমের রেকর্ড করেছিল।

টিএইচ

News