
বর্তমান সমাজ বাস্তবতায় পরিবারিক গল্প নির্ভর ও দর্শককে মুগ্ধ করার মতো একটি নাটক আদরের সন্তান। যেখানে নিজের স্বামী ও ছোট্ট সন্তান রেখে পরকীয়ায় লিপ্ত হয়ে।ছোট বাচ্ছাকে রেখে প্রেমিকের সাথে পালিয়ে যায় স্ত্রী। এ নিয়ে নানা ঘটনা নিয়ে চলে গল্প।
নাটকটি G 24 plus drama ইউটিউব চ্যানেলে ১ দিনে ১ মিলিয়নের উপরে দর্শক নাটক দেখেছেন । কমেন্ট বক্সে জানিয়েছেন তাদের অনুভুতি। অনেকেই নিজের বাস্তব জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকে নাটকের গল্প ও অভিনয় দেখে চোখের জলে ভেসেছেন বলে জানান।
নাটকটি ঢাকার উত্তরার বিভিন্ন স্পটে শ্যুটিং হয়।যেখানে আশরাফ সুপ্ত ও ফারজানা মিহি মুল চরিত্রে অভিনয় করেন। ছোট্ট এক বছরের বাচ্ছা আরাফের অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। এছাড়াও অভিনয় করেন অঞ্জনা দেব, জয়ন্ত কুমার, মাসুদ রানা মিটু, মিসবাহ সহ আরো অনেকে।
নাটকের লেখক ও পরিচালক খালেদ উসমানী অসাধারণ গল্প ও চিত্রনাট্যে নাটকটি দর্শকদের মনে অন্যরকম এক অনুভূতি জন্ম দিয়েছে ।এরকম গল্প আরো চান দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছে নাটকটি। প্রশংসায় ভাসাচ্ছে নাটকের কলা কৌশলী ও পুরো টিমকে। নাটকের সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশে থাকা ছোট্ট একটি বাচ্চার অভিনয় মন কেড়েছে সবার।চোখে জল আসার কারণও নাকি এই বাচ্চাটি এমন নানারকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোচিত এখন নাটক আদরের সন্তান।
এই ব্যাপারে নাটকটি লেখক ও পরিচালক খালেদ উসমানী জানান সব সময় চেষ্টা করি সমাজ বাস্তবতার গল্প নিয়ে নাটক নির্মাণ এর। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এই নাটকের গল্প একটু আলাদা। দর্শকের এতো সাড়া পাবো আসা করি নাই। দর্শকের এমন ভালোবাসা আমাকে আগামীতে এরকম আরো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। সকল দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাই
টিএইচ