ঢাকা,

১৬ মে ২০২৫


পহেলা জুন থেকে গাছ লাগানো শুরু করবে ডিএনসিসি

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৫:৫২, ১৫ মে ২০২৫

পহেলা জুন থেকে গাছ লাগানো শুরু করবে ডিএনসিসি

ছবি: বিজনেস আই

আসন্ন বর্ষা মৌসুমে রাজধানী ঢাকাকে সবুজায়নের লক্ষ্যে পহেলা জুন থেকে নগরজুড়ে গাছ লাগানোর কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। খাল, লেক, উন্মুক্ত স্থান ও মাঠগুলোতে ব্যাপক উন্নয়ন ও বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

১৪ মে  (বুধবার) ডিএনসিসি নগর ভবনের সম্মেলন কক্ষে “খাল বাঁচলে, বাঁচাবে নগর – প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উত্তম চর্চার প্রসার” শীর্ষক এক অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

ডিএনসি প্রশাসক বলেন, ‘ইতিমধ্যে সারা নগরের জন্য ল্যান্ডস্ক্যাপ ডিজাইন সম্পন্ন হয়েছে এবং উদ্ভিদবিদদের পরামর্শে খাল ও লেকের পাড়ে উপযুক্ত গাছ লাগানো হবে। এই উদ্যোগ সফল করতে আমরা সব অংশীদারকে আমাদের পাশে চাই।’

তিনি আরো জানান, রাজধানীর ৩৩টি খালকে রক্ষণাবেক্ষণ ও সবুজায়নের জন্য স্বেচ্ছাসেবকদের যুক্ত করা হয়েছে। খালের দুই পাড়ে গাছ লাগানো ও পরিচর্যার জন্য প্রতি কিলোমিটারে একজন করে মালী নিয়োগ দেওয়া হচ্ছে।

সভায় প্রশাসক বলেন, ‘আগে একটি খাল খননে ১০০ কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান পরিবর্তন পাওয়া যেত না। এখন আমরা ১০০ কিলোমিটার খাল পরিষ্কারে খরচ করছি মাত্র ১০ কোটি টাকারও কম।’

অনুষ্ঠানে প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সীস ফর সাউথ এশিয়া (PLEASE) প্রকল্পের আওতায় কাল্যাণপুর খালের একটি পাইলট প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরা হয়। প্রশাসক জানান, এই প্রকল্প থেকে সংগৃহীত ভাসমান বর্জ্য শ্রেণিবিন্যাস করা গেলে উৎপাদনকারীদের তা দেখিয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মঈন উদ্দিন জানান, “ঢাকায় ১,২০০ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থার মধ্যে খালের প্রবাহ মাত্র ৮৬ কিলোমিটার। ড্রেন ও খালে প্লাস্টিক ও বর্জ্য জমার কারণে জলাবদ্ধতা বাড়ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র উপদেষ্টা ড. শিবলী সাদিক বলেন, ‘পরিবেশ ব্যবস্থাপনায় সবার — সরকার, জনগণ, বেসরকারি খাত ও সিভিল সোসাইটির — সমন্বিত উদ্যোগ দরকার। এই প্রকল্পটি সেই প্রচেষ্টারই উদাহরণ।’

সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান সবাইকে মাইক্রো প্লাস্টিক বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পাউডারের খোল যেন খালে না যায়, এজন্য আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।’

সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সভা নগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর সমাধান, নীতিনির্ধারণী সহায়তা ও অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ইউ

News