ঢাকা,

১৮ আগস্ট ২০২৫


সেই রিকশাচালকের উপর সহিংসতার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ প্রকাশ

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ০০:২৭, ১৮ আগস্ট ২০২৫

সেই রিকশাচালকের উপর সহিংসতার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ প্রকাশ

গত ১৫  আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের সময় ২৭ বছর বয়সী রিকশাচালক আজিজুর রহমানকে সেইখানে সমবেত ব্যাক্তিরা  প্রহার করে পুলিশে সোপর্দ করে।

পরবর্তীতে তাঁকে একটি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে  বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। 

সেই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারী ব্যক্তিসহ অন্যান্য দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে  ব্লাস্ট।

টিএইচ

News