ঢাকা,

১৮ আগস্ট ২০২৫


অর্থনীতিবিদ, শিক্ষক অধ্যাপক ড. আবুল বারকাতের জামিনে মুক্তির দাবি”তে ১২২ বিশিষ্টজন

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২০:১২, ১৭ আগস্ট ২০২৫

অর্থনীতিবিদ, শিক্ষক অধ্যাপক ড. আবুল বারকাতের জামিনে মুক্তির দাবি”তে ১২২ বিশিষ্টজন

দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, শিক্ষক, গবেষক, এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবুল বারকাতকে দুর্নীতির একটি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সুস্পষ্ট কোন প্রমানপত্র না থাকলেও আদালত থেকে তাকে জামিন দেয়া হচ্ছে না।

তাই তার গত প্রায় ৪০ বছরের পেশাগত দিক এবং গুরুত্বর অসুস্থতার মানবিক দিক বিবেচনায় নিয়ে ড. বারকাতের জামিনের জন্য দল মত নির্বিশেষে  ১২২  বিশিষ্ট নাগরিক  বিবৃতি দিয়েছেন।

আজ রবিবার এক বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, শিক্ষক, গবেষক, এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবুল বারকাতকে দুর্নীতির একটি অভিযোগে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছে। অধ্যাপক বারকাত গত প্রায় ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। আমরা অধ্যাপক বারকাতের সরল-নির্মোহ প্রাত্যহিক জীবনযাপন দেখেছি এবং তার সম্পর্কে জানি। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপনের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারাগারে প্রেরণ করা হয়েছে- যা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 
বিপত্নীক, ৭২ বছর বয়সী অধ্যাপক বারকাত দীর্ঘদিন ধরে হার্ট, স্ট্রোক-পরবর্তী জটিলতা, ফুসফুসের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন কারণে দৈনিক তিনবেলা ওষুধ সেবন করেন। ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে তাকে সপ্তাহে ৫ দিন ফিজিওথেরাপি নিতে হয়। অতীতে দু’বার নিওমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আমরা তার স্বাস্থ্য ও চিকিৎসার ব্যাপারে বিশেষভাবে উদ্বিগ্ন। এ পরিপ্রেক্ষিতে আমরা তাই চাই মানবিক বিবেচনায় তাঁকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়া হোক।”


বিবৃতিতে  স্বাক্ষর করেছেন-

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী (ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. হামিদা হোসেন, মানবাধিকারকর্মী, অ্যাডভোকেট সুলতানা কামাল (আইনজীবী, মানবাধিকার কর্মী), খুশী কবীর (সমন্বয়কারী, নিজেরা করি), শাহীন আনাম (নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন), জেড আই খান পান্না (সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী (অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক এম এম আকাশ (অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), স্বপন আদনান (ভিজিটিং প্রফেসর, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং পলিটিকাল সাইন্স), অধ্যাপক মোনাওয়ার উদ্দিন আহমেদ (অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  অধ্যাপক মো. ফেরদৌস হোসেন (অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), রাশেদা কে. চৌধুরী (তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, শিক্ষাবিদ এবং সমাজকর্মী), অ্যাডভোকেট সালমা আলী (সভাপতি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি),  শিরিন প. হক (নারী অধিকার কর্মী, নারীপক্ষের সদস্য), ড. মোস্তাফিজুর রহমান (অর্থনীতিবিদ, সম্মানীয় ফেলো, সিপিডি), শামসুল হুদা (মানবাধিকার কর্মী, নির্বাহী পরিচালক,এএলআরডি) তসলিমা ইসলাম (প্রধান নির্বাহী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি, বেলা), অধ্যাপক নাজমা বেগম (অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  অধ্যাপক শামসুন নাহার আহমেদ (অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক মাসুদা ইয়াসমিন (অধ্যাপক ও চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক সেলিম রায়হান (অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),অ্যাডভোকেট সুব্রত চৌধুরী (সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), অধ্যাপক রোবায়েত ফেরদৌস (অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক জোবাইদা নাসরিন (অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), দীপায়ন খীসা (মানবাধিকার কর্মী ও আদিবাসী সংগঠক), সঞ্জীব দ্রং (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম) ,    মনীন্দ্র কুমার নাথ (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ),  অধ্যাপক সৈয়দ শাইখ ইমতিয়াজ (অধ্যাপক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  সৈয়দ তানভীর রহমান (সহযোগী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. লোপামুদ্রা মালেক (সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, জাপানিজ স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. সাবিহা ইয়াসমিন রোজী (সহযোগী অধ্যাপক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,   রুশাদ ফরিদী (সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), এস এম ইমরান হোসেন (সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), তামান্না রহমান (চেয়ারপারসন এবং সহকারী অধ্যাপক, নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ফারহা তানজীম তিতিল (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়),  এম রেজাউল করিম চৌধুরী (নির্বাহী পরিচালক, কোস্ট ফাউন্ডেশন), পাভেল পার্থ (লেখক ও গবেষক পরিচালক, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য, বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজিনাস নলেজ), সাঈদ আহমেদ (মানবাধিকার কর্মী), কাজল দেবনাথ (সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,    এফ এম শাহীন (চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক সদস্য-সচিব, সম্মিলিত সাংস্কৃতিক বিষয়ক), অধ্যাপক ড. মো. আমির হোসেন (অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), শাকিল আখতার (সম্মানীয় অধ্যাপক, অর্থোপেডিকস, একেএমএমসিএইচ, ঢাকা), অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ (অধ্যাপক গ্রেড-১, ঔষধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. মো. আনিছুর রহমান খান (অধ্যাপক, অণুজীব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  অধ্যাপক জাভেদ ইকবাল বাঙালি (অধ্যাপক, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল (অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান (অধ্যাপক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন (অধ্যাপক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. খায়রুল চৌধুরী (অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মো. আহসান হাবীব (অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. রুমানা হক (অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া (অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. সীমা জামান (অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায় (অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম (অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. রুমানা ইসলাম (অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),   অধ্যাপক ড. ইফতেখার হোসেন (অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী (অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী (অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. আবু তোরাব এম এ রহিম (অধ্যাপক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত (অধ্যাপক, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. শরীফ আক্তারুজ্জামান (অধ্যাপক, জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. আকলিমা ইসলাম কুহেলী (অধ্যাপক, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য (অধ্যাপক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মাহমুদ উল্লাহ (অধ্যাপক, মার্কেটিং বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয় (এলপিআর), অধ্যাপক ড. অতনু রব্বানী (অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম (অধ্যাপক, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম (অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মো. কামাল হোসেন (অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. আজহারুল ইসলাম (সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), উস্মিতা আফরোজ (প্রাক্তন সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) , নাজির হোসেন খান (সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান, প্রিন্টমেকিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), এস এম আবদুল্লাহ (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),   সেলিনা সিদ্দিকা (সহযোগী অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  ড. কাউসার আহাম্মদ রকি (সহযোগী অধ্যাপক, সমুদ্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. মো. কামরুজ্জামান (সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. মো. আবদুর রাজ্জাক খান (সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  ড. এম এল পলাশ (সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. সোমা দে (সহযোগী অধ্যাপক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. দিলরুবা শারমিন (সহযোগী অধ্যাপক, জাপানিজ স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),   ড. ইশরাত জাহান খান (সহযোগী অধ্যাপক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মো. আলী সিদ্দিকী (সহযোগী অধ্যাপক, আন্তজাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সিদ্ধার্থ দে (সহযোগী অধ্যাপক, গ্রাফিক ডিজাইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  ড. তাছলিম উর রাশিদ (সহযোগী অধ্যাপক, ফলিত রসায়ন কেমিকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  সোনিয়া ইসলাম নিশা (সহকারী অধ্যাপক, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. ইব্রাহীম মিয়া (সহযোগী অধ্যাপক, অণুজীববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  ড. সঞ্চিতা গুহ (সহযোগী অধ্যাপক, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. নাজমুল হাসান (সহযোগী অধ্যাপক, ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. মুনতাসির চৌধুরী (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়),  ড.  নীলিমা আকতার (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  ফাতেমা সামিনা ইয়াসমিন (সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
, আমীর হোসেন (সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ আকবর কবীর (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),    হাবিবা রহমান (সহকারী অধ্যাপক, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  মো. মনিরুজ্জামান (সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), নাসিয়া জামান (সহকারী অধ্যাপক, জাপানিজ স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  রুবাইয়া মোর্শেদ (সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ ইমাউল হক সরকার (সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  নুশরাত জাফরিন (সহকারী অধ্যাপক, পপুলেশন সাইন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), শিবলী নোমান (সহকারী অধ্যাপক, জাপানিজ স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আয়েশা সিদ্দিকা (সহকারী অধ্যাপক, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. দিদারুল ইসলাম (সহকারী অধ্যাপক, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  মো. সাইফুল্লাহ আকন (সহকারী অধ্যাপক, জাপানিজ স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),গাজী কামরুল হাসান (সিনিয়র প্রভাষক, অর্থনীতি বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়),
 বিপ্লব কুমার নন্দী (সিনিয়র প্রভাষক, অর্থনীতি বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়),এম. শাখাওয়াত হোসেন (সিনিয়র প্রভাষক, ইংরেজি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়),   তাহিয়া আনান ধীরা (প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দ জুবায়ের বিন হোসেন (প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. সাইফুল ইসলাম (প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), শাকিল আহম্মেদ (প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  মোসা. কানিজা মুহসিনা (প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়),  বায়েজীদ সুমন (প্রভাষক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়),  সাদিয়া তাজমিন (প্রভাষক, কমিউনিকেশন ডিসওডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ডা. রাজিয়া রহমান (চীফ মেডিকেল অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার),   অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী (আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) প্রমুখ।

টিএইচ

News