ঢাকা,

০৯ জুলাই ২০২৫


উখিয়ায় ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার 

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার থেকে

প্রকাশিত হয়েছে: ১৬:০৯, ৮ জুলাই ২০২৫

উখিয়ায় ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার 

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে কামাল উদ্দিন (৩৫) নামে একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ইউনিয়নের মনখালী এলাকার একটি ছড়ায় ভাসমান  অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্বজন ও স্থানীয় লোকজন নিহত কামাল উদ্দিন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের বাসিন্দা মরহুম ছিদ্দিক আহমেদের ছেলে এবং ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) রাত ১১টার পর থেকে কামাল উদ্দিন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে মনখালীর পাশে একটি ছড়ায় তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন  বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের দল রয়েছে। মরদেহের উদ্ধার করে পুলিশ লাশের  সুরতহাল রিপোর্ট তৈরি করছে। ঘটনার ক্লু উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ

ইউ

News