ঢাকা,

০৯ জুলাই ২০২৫


জুলাই ফাউন্ডেশন কার্যালয় ভাঙচুর জুলাই আহতদের

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২২:২১, ৮ জুলাই ২০২৫

জুলাই ফাউন্ডেশন কার্যালয় ভাঙচুর জুলাই আহতদের

জুলাই ফাউন্ডেশন কার্যালয় ভাঙচুর করেছে জুলাই আহতরা। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল থেকে ভাঙচুর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জুলাই আন্দোলনের আহতরা জুলাই ফাউন্ডেশন কার্যালয় ভাঙচুর করছে। তারা জোর করে অফিস কার্যালয় ঢুকে পড়ে সেখানে গ্লাস, দরজা ভাঙচুর করে।

এই ছাড়া নানা ধরনের গালাগাল করতে শোনা যায়। অফিসে থাকা লোকজন জুলাই আহতদের নানাভাবে শান্ত করার চেষ্টা করলে তারা শান্ত না হয়ে উত্তেজিত হয়ে অফিসের কার্যালয় ভাঙচুর করতে থাকে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওর নিচে মোহাম্মদ ফরকান জুয়েল নামে একজন লিখেন, তোদের নেতারা বিভিন্ন এলাকায় মিটিং-শোডাউন করে লাখ লাখ টাকা খরচ করে। তোরা তাদের মাথায় তৈল-দে।

আরকজন লিখেন, আহারে তাইলে তো ব্যাবসায় লাল বাতি জ্বলবে।

এর আগেও উন্নত চিকিৎসার দাবিতে জুলাই-আগস্টের আন্দোলনে আহতরা সড়ক অবরোধ করে। সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে তাদের আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার বিষয়টিও দেখভাল করা হচ্ছে। তবে চিকিৎসাধীন ব্যক্তিদের অভিযোগ, তারা ভালো চিকিৎসা পাচ্ছেন না।

সহায়তাও পেয়েছেন ‘সামান্য’। এই আন্দোলনকে পুজি করে একশ্রেণির মানুষ লাভবান হয়েছে বলেও তাদের অভিযোগ।

টিএইচ

News