
চট্টগ্রাম বন্দরে সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। বৈশ্বিক সংকট ও কাস্টমস কর্মীদের কয়েক দফা কর্মবিরতি সত্ত্বেও আগের বছরের তুলনায় এবার কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪ দশমিক ০২ শতাংশ।
বন্দর কর্তৃপক্ষ জানায়, এই অর্থবছরে বন্দরে মোট ৩২ লাখ ৯৬ হাজার ৬৭টি ইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার ওঠানামা হয়েছে। আগের অর্থবছরে এ সংখ্যা ছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮টি ইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়েছে বন্দর।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি, লরিচালকদের অবরোধসহ নানা সংকট সত্ত্বেও কনটেইনার হ্যান্ডলিং বাড়াটা ইতিবাচক। এসব সংকট না থাকলে হ্যান্ডলিংয়ের পরিমাণ আরও বাড়ত। তারপরও এ অর্জন সম্ভব হয়েছে স্টেকহোল্ডারদের সমন্বিত প্রচেষ্টায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৪-২৫ অর্থবছরে মোট কার্গো হ্যান্ডলিং করা হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। আগের বছর এ পরিমাণ ছিল ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৪৮ মেট্রিক টন। আগের বছরের তুলনায় কার্গো হ্যান্ডলিং বেড়েছে ৬ দশমিক ০৭ শতাংশ।
এছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরে বন্দরে মোট ৪ হাজার ৭৭টি জাহাজ এসেছে। আগের অর্থবছরের এসেছিল ৩ হাজার ৯৭১টি।
টিএইচ