ঢাকা,

৩০ মে ২০২৫


প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে: অর্থ উপদেষ্টা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৫:১০, ২৬ মে ২০২৫

প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে: অর্থ উপদেষ্টা

ছবি সংগৃহীত

বাংলাদেশে অনেক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের তুলনায় প্রত্যাশিত রিটার্ন বা সুফল পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের অনেক প্রকল্পেই বিনিয়োগের সঠিক রিটার্ন আসছে না—এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উন্নয়ন প্রকল্পে আরও জবাবদিহিতা, স্বচ্ছতা ও মূল্যায়ন দরকার। জনগণের অর্থ কোন খাতে ব্যয় হচ্ছে, তা জনসাধারণের জানার অধিকার রয়েছে।’

তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের আগে এবং পরে সোশ্যাল অডিট করা জরুরি। যেখানে প্রকল্প বাস্তবায়ন হবে, সেখানকার জনগণকে জানাতে হবে প্রকল্পের নাম, ব্যয়, কাজের পরিধি ও সময়সীমা। এর মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব। অডিটরদের নিরপেক্ষভাবে প্রস্তুত হতে হবে, যাতে তথ্য বিকৃতি বা ম্যানিপুলেশন না হয়।’

তিনি আরও বলেন, ‘সরকারি বিনিয়োগে সুশাসন নিশ্চিত করার জন্য বিদেশি সহযোগীদের প্রতিশ্রুতির যথাযথ ব্যবহার প্রয়োজন। সঠিক মূল্যায়ন, নিরীক্ষা ও সম্মতির মাধ্যমে প্রকল্পগুলো বাস্তব সুফল দিতে পারে।’

সেমিনারে আরো বক্তব্য রাখেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। তিনি বলেন, "আমাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিখতে হবে এবং সেই অনুযায়ী বৈশ্বিক সেরা অনুশীলন আমাদের দেশীয় বাস্তবতায় প্রয়োগ করতে হবে।"

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রিন্সিপাল প্রফেশনাল স্পেশালিস্ট হেনরিক পিসাইয়া বলেন, "এই সেমিনার দেখিয়েছে যে জবাবদিহিতা ও মূল্যায়ন প্রকল্প সফল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রকল্পগুলো আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়নের আওতায় আনা হবে।"

২০২১ সালে ব্রিকস-বহির্ভূত প্রথম দেশ হিসেবে বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেয়। সেমিনারে বাংলাদেশের সঙ্গে এনডিবির ক্রমবর্ধমান সহযোগিতার দিকটিও উঠে আসে। এনডিবি বাংলাদেশে অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি দেয়, যা জাতীয় উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

ইউ

News