ঢাকা,

২৪ মে ২০২৫


ব্রিটিশ প্রধানমন্ত্রী হামাসের পক্ষ নিয়েছেন: নেতানিয়াহু

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৪৬, ২৩ মে ২০২৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী হামাসের পক্ষ নিয়েছেন: নেতানিয়াহু

সংগৃহীত ছবি

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হামাসের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

তিনি ফ্রান্স ও কানাডার নেতাদের বিরুদ্ধেও হামাসকে সমর্থনের অভিযোগ করেছেন। 

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের ওপর হামলা নিয়ে নেতানিয়াহু বলেন, মার্ক কার্নি ও ইমানুয়েল ম্যাক্রোঁ চান হামাসের সদস্যরা টিকে থাকুক।

ডাউনিং স্ট্রিট নেতানিয়াহুর ওই অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ওয়াশিংটন ডিসির ওই হামলাতে কিয়ার স্টারমারের নিন্দার বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

একটি পোস্টে কিয়ার স্টারমার ইহুদি-বিদ্বেষের নিন্দা করেন এবং এটি নির্মূলের কথা বলেন। 

সোমবার গাজায় বর্ধিত আগ্রাসন ও উপত্যকাটিতে মানবিক সহায়তা উপকরণ পৌঁছাতে বাধা দেওয়ায় ইসরায়েলের সমালোচনা করে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা। এছাড়া ইসরায়েল যদি আগ্রাসন না থামায় তাহলে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়।

নেতানিয়াহু বলেছেন, হামাস ইসরায়েল ও ইহুদি জাতিকে ধ্বংস করতে চায়। 

তিনি আরও বলেছেন, আমি বুঝতে পারি না এই সহজ সত্য কীভাবে বিশ্বনেতারা এড়িয়ে যান। 

নেতানিয়াহু বলেন, হামাস যখন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে তখন বলতেই হয় আপনারা ন্যায়বিচারের পক্ষে নন।

 সূত্র: বিবিসি

News