ঢাকা,

০১ সেপ্টেম্বর ২০২৫


চারশো বছরের ইতিবৃত্ত সমৃদ্ধ গ্রন্থ " সাতরঙা ভারুয়াখালীর বইয়ের মোড়ক উন্মোচন 

মোহাম্মদ খোরশেদ, কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ১৮:২০, ৩০ আগস্ট ২০২৫

চারশো বছরের ইতিবৃত্ত সমৃদ্ধ গ্রন্থ

কক্সবাজার সদর উপজেলা অন্তর্গত সবুজ শ্যামল গ্রামীণ জনপদ ভারুয়াখালীর চারশো বছরের ইতিবৃত্ত নিয়ে সমৃদ্ধ গ্রন্থ "সাতরঙা ভারুয়াখালী।" এটি একাডেমিক মানসম্পন্ন, তথ্যবহুল ও দলিলভিত্তিক আঞ্চলিক ইতিহাস গ্রন্থ, যেখানে ভারুয়াখালীর ভৌগলিক পরিচিতির পাশাপাশি শিক্ষা, সমাজ, সংস্কৃতি, রাজনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে। চাক-রাখাইন-বাঙালি বসতির ধারাবাহিকতা স্থান পেয়ে গেছে গ্রন্থটিতে।

সাতরঙা ভারুয়াখালীতে চারশো বছরের ইতিবৃত্তের সুনিপুণভাবে চিত্র অঙ্কন করে লিখেছেন বিশিষ্ট ব্যাংকার আবদুল হামিদ।
বইটির পরতে পরতে ছড়িয়ে আছে মধুর বিস্ময়। অধ্যায়ে অধ্যায়ে কালো অক্ষরে বপন করা আছে বিস্ময়-বীজ, লুকায়িত আছে তুতেনখামেনের গুপ্তধন। গ্রন্থটি কেবল ভারুয়াখালীর জন্য নয়, এটি বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি জনপদের জন্য প্রাসঙ্গিক।

শনিবার (৩০ আগস্ট) সকালে দারুল উলুম আলিম মাদরাসা মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে "সাতরঙা ভারুয়াখালী" গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

"সাতরঙা ভারুয়াখালী" প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। তিনি স্বভাবজাত কবির সঙ্গে লেখক আবদুল হামিদকে তুলনা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোরশেদ। তিনি "সাতরঙা ভারুয়াখালী" গ্রন্থের মূল্যায়ন করেছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার ছড়াকার মোহাম্মদ নাসির উদ্দীন। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, এড. মোহাম্মদ ছলিম উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিনসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও সমাজসেবকবৃন্দ বক্তব্য রাখেন। ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদরুল আলমের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন। জাহাঙ্গীর আলম, ইমরুল কায়েস ও মুহাম্মদ ইউনুছের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 
 

টিএইচ

News