
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন হলে দেশে কোনো বৈষম্য থাকবেনা। বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত হবে।
বৃহস্পতিবার(৩১ জুলাই) দুপুরে টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গাস্থ বিরতি রিসোর্টের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অববাংলাদেশের(ড্যাব) উপদেষ্টা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার ওই মন্তব্য করেছেন।
ইংরেজি দৈনিক দ্যা ফিনান্সিয়াল টুডে’র নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারীর সভাপতিত্বে ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের উদ্যোগে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় দেশবরেণ্য সাংবাদিক সদ্য প্রয়াত সাইদুর রহমান রিমনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সভাপতি ও যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সময় টিভির স্টাফ রিপোর্টার কাদির তালুকদার, সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, জি টিভির সিনিয়র রিপোর্টার খন্দকার মহিউদ্দিন সুমন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি মাসুদ রানা, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান সরকার, দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।
টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অববাংলাদেশের(ড্যাব) উপদেষ্টা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার বলেন, বিএনপির ৩১ দফা
বাস্তবানের পাশাপাশি রাজনীতিকদের বক্তব্য ও কথাবার্তায় শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে। আমি
আগামি দিনে কালিহাতী-টাঙ্গাইলের সাংবাদিক ও তাদের পরিবার-পরিজনের চিকিৎসায় সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। রাজনীতির গতানুগতিক ধারার বাইরে গিয়েও আমি কালিহাতী উপজেলার নানাবিধ উন্নয়নে কাজ করব। কালিহাতী ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার একটি বড় উপজেলা। এলেঙ্গায় একটি নতুন প্রশাসনিক উপজেলার দাবি দীর্ঘ দিনের। আমি আগামি দিনে কালিহাতী উপজেলা ভেঙে এলেঙ্গাকে প্রশাসনিক উপজেলায় রূপান্তর করব। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি।
জনগনই দেশের মালিক। তাই দ্রুত অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত। মতবিনিময় সভায় বক্তারা সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে সদ্য প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমনের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এসময় কালিহাতী ও টাঙ্গাইলের বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিএইচ