ঢাকা,

০২ আগস্ট ২০২৫


চালু হলো জামালপুর সমিতি, ঢাকার স্বাস্থ্যসেবা কার্যক্রম

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৪৫, ১ আগস্ট ২০২৫

চালু হলো জামালপুর সমিতি, ঢাকার স্বাস্থ্যসেবা কার্যক্রম

চালু হলো জামালপুর সমিতি, ঢাকার স্বাস্থ্যসেবা কার্যক্রম। 

আজ  শুক্রবার  (১ আগষ্ট) সকালে রাজধানীর  লালমাটিয়ায় জামালপুর সমিতি, ঢাকার স্বাস্থ্যসেবা কার্যালয়ে সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেন সমিতির সভাপতি হাফিজুর রহমান ময়না।

সূচনা বক্তব্য দেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। আলোচনায় অংশ নেন সমিতির উপদেষ্টা এডভোকেট মীর্জা আব্দুর রাজ্জাক,  সাবেক মহাসচিব মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন ও এডভোকেট মুজিবুর রহমান, স্বাস্থ্যসেবা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুর রহমান প্রমুখ। 

বিভিন্ন উদোগ হাতে নিয়েছে। এরমধ্যে রয়েছে  ঢাকা ও জামালপুরে বসবাসকারী কোন জামালপুরবাসী  স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য তার নাম, বয়স, ফোন নম্বর ও সমস্যা সংক্ষিপ্ত মেসেজ আকারে লিখে ০১৯৭৭-৫৯১৯০৭ নম্বরে এসএমএস করতে পারবেন। পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট একই নম্বরে হোয়াটসআপে পাঠাতে পারবেন।

দ্রুততম সময়ের মধ্যে একজন স্বেচ্ছাসেবী ফোনে বিস্তারিত জানবেন। এরপর একজন চিকিৎসক ফোনে বা ভিডিও কলে রোগীর সাথে কথা বলে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিবেন। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞসহ চিকিৎসকদের একটি প্যানেল প্রয়োজনীয় পরামর্শ দিবেন। 
জামালপুর, ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসার প্রয়োজন হলে সাধ্যমত সহায়তা করা হবে।  

ঢাকার লালমাটিয়ার ৫২/বি জাকির হোসেন রোডে ( মোহাম্মদপুর টাউন হলের কাছে, টেস্টি ট্রিট দোকানের উপর দোতলায়) চিকিৎসা পরামর্শের ও সহায়তার জন্য যোগাযোগ করা যাবে। 

সমিতির নির্মাণাধীন ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপভিত্তিক ডিজিটাল স্বাস্থ্যসেবা শীগগীরই চালু হবে। 

অদূর ভবিষ্যতে চিকিৎসার জন্য আগত রোগীদের জন্য ঢাকায় স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। 
 জেলার ছয়টি উপজেলায় পর্যায়ক্রমে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।

টিএইচ

News