ঢাকা,

২১ আগস্ট ২০২৫


ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি চলছে: আসিফ ভূঁইয়া

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২১:২১, ২০ আগস্ট ২০২৫

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি চলছে: আসিফ ভূঁইয়া

প্রধান উপদেষ্টার দেয়া সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২০ আগস্ট) বিকালে রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ ভূঁইয়া বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হয়নি। তবে মানুষের দৈনন্দিন সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারের কাঠামো দ্রুত পুনর্গঠন করা জরুরি। জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, এনআইডি কার্ডসহ সব সেবা স্থানীয় সরকারের মাধ্যমেই হয়ে থাকে, তাই শিগগিরই এ নির্বাচন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা আসিফ ভূঁইয়া। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী তাঁকে অভ্যর্থনা জানান। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানের দাবি জানান।

বিকেলে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আসিফ ভূঁইয়া তরুণদের খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি মাঠভর্তি দর্শক দেখে অভিভূত হন এবং দ্রুততম সময়ে রংপুরে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দেন।

ইউ

News