
খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে ধর্ষণের বিচার চেয়ে আন্দোলনরত আদিবাসী জনগোষ্ঠীর ওপর ভয়াবহ ও পরিকল্পিত হামলা এবং তাদের ঘরবাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ রবিবার এক বিবৃতিতে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, এ ঘটনাকে বর্বরোচিত, অমানবিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন।
একইসাথে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
টিএইচ