ঢাকা,

২২ মে ২০২৫


বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:৪৭, ১৮ মে ২০২৫

বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক

ফাইল ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বর্তমানে বিমানবন্দরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিনেত্রী ফারিয়া একটি হত্যা মামলার আসামি। রাজধানীর ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তিনি অভিযুক্ত। মামলাটিতে তার সঙ্গে আরও ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটক ও জিজ্ঞাসাবাদের খবরটি নিশ্চিত করেছে বিমানবন্দর সূত্র।

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘জ্বিন ৩’ সিনেমায়, যা গেল ঈদে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।

ইউ

News