
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে "মঞ্চ ৭১" নামে একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠান মব সন্ত্রাস করে ভণ্ডুল করে দেয়া এবং বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ উপস্থিত সবাইকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, সরকারের সীমাহীন নিরবতা এবং পরোক্ষ মদদে দেশজুড়ে মব সন্ত্রাসের মাত্রা দিনদিন বেড়েই চলেছে।
বিবৃতিতে উদীচী নেতৃবৃন্দ বলেন, মব-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো যারা নিগৃহীত হলেন তাদেরকেই তথাকথিত সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে মব সন্ত্রাসীদের আরও বেশি অপরাধ করতে উৎসাহ দিল পুলিশ ও প্রশাসন। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উদীচী নেতারা।
উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলেও একটি সংঘবদ্ধ অপশক্তি সারা দেশে মব-সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধবিরোধীরা সচেতনভাবেই একাত্তর আর চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করছে। নিজেদের ‘জুলাইযোদ্ধা’ দাবি করে একদল সুবিধাবাদী মানুষ, প্রকৃতপক্ষে চব্বিশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় দেশ পরিচালনায় বাধা সৃষ্টি করছে। এদেরকে প্রতিরোধ করতে না পারলে যে বৈষম্যহীন, সাম্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতা জীবন দিয়েছে তা পূরণ হবে না।
বিবৃতিতে উদীচী নেতৃবৃন্দ, মব-সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র মোকাবিলায় সরকারের নিরবতা এবং "প্রেসার গ্রুপ" হিসেবে চিহ্নিত করার মাধ্যমে পরোক্ষ মদদের তীব্র নিন্দা জানান। সরকারের এমন ভূমিকা মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের বিরোধী অপশক্তিকে আরও উৎসাহিত করছে।
বীর মুক্তিযোদ্ধা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাংবাদিকদের উপর হামলায় জড়িত সবাইকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক।
টিএইচ