
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ, তাদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মৌন মিছিল করেছে জেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদ এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা সদর জামে মসজিদে জুম্মার নামাজের পর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া করা হয়।
টিএইচ